কুবিতে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫.২১ শতাংশ
Published : Monday, 1 November, 2021 at 6:44 PM
গুচ্ছ পদ্ধতিতে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। এতে ৯৫.২১ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন।
সোমবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৪টি একাডেমিক ভবনের ৫০টি কক্ষে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়ে মোট ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ১১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১১১ জন।
'গ' ইউনিটের আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।