ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রাম মেডিক্যালের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কুমিল্লার ছেলে আকিব
Published : Monday, 1 November, 2021 at 12:00 AM, Update: 01.11.2021 1:48:35 AM
চট্টগ্রাম মেডিক্যালের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কুমিল্লার ছেলে আকিবনিজস্ব প্রতিবেদক: হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্র কুমিল্লার ছেলে মাহাদি জে আকিব (২১)। আকিব কুমিল্লা জিলা স্কুলের ছাত্র ছিলেন। জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ভর্তি হন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে। তার পিতা গোলাম ফারুক কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তারা কুমিল্লা শহরের বাদুরতলা এলাকায় থাকেন বলে জানা গেছে।
জানা গেছে, গত শনিবার ক্যাম্পাসে নিজ সংগঠনের নেতা-কর্মীদের হাতেই মারধরের শিকার হতে হয় ৬২ তম ব্যাচের এ শিক্ষার্থীকে। মাথায় গুরুতর আঘাত পাওয়া আকিব এখন চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসরা জানিয়েছেন, আকিবের ব্রেইনে মারাত্মক জখম হয়েছে। এ ক্ষত সেরে ওঠতে দীর্ঘসময়ের প্রয়োজন হতে পারে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আকিবের জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলেও তার স্বাভাবিক চলাফেরা নিয়ে শঙ্কিত চিকিৎসকরাও। জানা যায়, গুরুতর আহত হয়ে আকিবকে প্রথমে চমেক হাসপাতালের ওয়ানস্টপ সেন্টারে নেয়া হয়। পরবর্তীতে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড নিউরো সার্জারিতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিমের তত্ত্বাবধানে মাথায় অস্ত্রপচার হয় আকিবের। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা এ অস্ত্রপচারে নেতৃত্ব দেন চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী।
তিনি পূর্বকোণকে বলেন, ‘অপারেশন সাকসেসফুল। তবে আকিব গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথার হাড়ে ফ্র্যাকচার হয়েছে। সাথে ব্রেইনেও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। ইনজুরিটা খুব ভয়াবহ হওয়ায় এই মুহূর্তে কোন কমেন্ট করতে চাইনা। তবুও আমি খুবই আশাবাদী।’
অধ্যাপক নোমান খালেদ ছাড়াও মেডিকেল টিমে ছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাসানুজ্জামান, কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।
এর আগে শনিবার সকালে মেডিকেল কলেজের প্রধান ফটকে একা পেয়ে আকিবকে মারধর করে ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা। মারধরের শিকার আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। আর হামলায় জড়িতরা সকলেই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিতি।
এদিকে আকিবকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝর। ফেইসবুক পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন অনেকে। তারা বলছেন- আকিব ছিলো কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক বাবার মেধাবী সন্তান। জাতি পেতো একটি মেধাবী ডাক্তার, পরিবার পেতো নির্ভরশীল সদস্য এবং রাষ্ট্র পেতো একজন সেবক নাগরিক। অথচ আজ ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী হামলার কারণে মাথার খুলি উপরে গেলো, মৃত্যুর মুখে লরছে তার দেহপ্রাণ।