ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পূজামণ্ডপ ঘিরে বিশৃংখলা
যাচাই শেষে গ্রেপ্তার করা হবে আরো কিছু আসামিকে
Published : Monday, 1 November, 2021 at 12:00 AM, Update: 01.11.2021 1:43:43 AM
যাচাই শেষে গ্রেপ্তার করা হবে আরো কিছু আসামিকে স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় পূজামণ্ডপ ঘিরে বিশৃংখলার ঘটনায় প্রমাণ সাপেক্ষে আরো কিছু আসামীকে গ্রেপ্তার করা হবে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। যাচাই বাছাইয়ের কাজ ৮০% সম্পন্ন বলে জানিয়েছে তারা। যাচাই বাছাইয়ে প্রমাণ না পাওয়া গেলে তাদের বিষয়ে অন্য সিদ্ধান্ত আসবে। রবিবার (৩১ অক্টোবর) সিআইডি কুমিল্লার পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ দৈনিক কুমিল্লার কাগজকে এ তথ্য নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় জাতীয় ও আন্তজার্তিক কোন সম্পর্ক আছে কিনা তাও যাচাই করা হচ্ছে। সব দিক থেকেই যাচাই বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, কুমিল্লার ঘটনায় আরও ১০-১২ জনের নামের তালিকা রয়েছে। এদের সবার ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ব্যাংকিংসহ অর্থনৈতিক দেনদেনের কপিও সংগ্রহ করা হয়েছে। এসব ডকুমেন্ট গুরুত্ব দিয়ে যাচাই-বাচাই করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, রিমাণ্ডে আনা আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ধর্ম অবমাননা মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনের সাতদিনের রিমান্ড শেষে শুক্রবার আরো ৫ দিনের রিমাণ্ডে নেওয়া হয়। প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ছাড়াও সিআইডি হেফাজতে রয়েছেন, ঘটনার দিন ৯৯৯ নম্বরে কল দেওয়া রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় ১১ মামলা হয়েছে। এরমধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি এবং দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত পর্যন্ত ৯০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।