ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেড়েছে শনাক্ত, মৃত্যু কমে হয়েছে ৬
Published : Sunday, 31 October, 2021 at 6:16 PM
বেড়েছে শনাক্ত, মৃত্যু কমে হয়েছে ৬২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে কমেছে মৃত্যু। ৩০ অক্টোবর সকাল ৮টা থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২১১ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। আগের দিন মৃত্যু হয়েছিল আট জনের। রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ১৭ হাজার ৫৮টি নমুনা সংগৃহীত হয়েছে। তবে পরীক্ষা করা নমুনার সংখ্যা ১৭ হাজার ২২৬টি। তবে আগের দিনের চেয়ে শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ। গতকাল তা ছিল ১ দশমিক ২৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭৫ লাখ ২২ হাজার ৯৩৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ২৬ হাজার ৯৩৬টি পরীক্ষা হয়েছে।

মোট পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৬ জন। তাদের নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন সুস্থ হলেন।