Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM, Update: 31.10.2021 1:06:28 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার
দাউদকান্দি উপজেলায় চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ৬ জন রোগী ভর্তি হয়েছেন । শুধু চলতি সপ্তাহে নতুন করে আরও ৪ জন
ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট আক্রান্তের সংখ্যা ১০
জন এসে দাঁড়ালো। এ সপ্তাহে ৪ দিনে ৪ জন আক্রান্ত হওয়ার বিষয়টি ভাবিয়ে
তুলছে সাধারণ মানুষকে। সাধারণ জ্বর হলে ও সবাই ছুটছে এনএস১ ও আইজিএম,
আইজিজি টেষ্ট করতে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
মেডিকেল অফিসার ( আরএমও) ডা.মো: হাবিবুর রহমান জানান, ডেঙ্গু সনাক্তকরণের
কিট এতদিন না থাকলে ও বর্তমানে তাদের কাছে আছে। চলতি মাসে ১০ জন ডেঙ্গু
জ্বরে আক্তান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।সুস্থ হয়ে বাড়ি
ফিরেছেন ৬ জন। আক্রান্তদের মধ্যে সাইফুল ইসলাম (২৫), মরিয়ম বেগম (২৮),
শাকিল (২৬) ও রুপালি (২০) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দাউদকান্দি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম শোভন
জানান, ডেঙ্গু সনাক্তকরণের ২০ টি কিট পাওয়া গেছে। যা নিত্যান্তই অপ্রতুল।