Published : Saturday, 30 October, 2021 at 1:03 PM, Update: 30.10.2021 1:16:04 PM
‘মুজিব বর্ষে পুলিশ নীতি’ জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইন্স থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আর আই আবদুল হালিম মিলনায়তনে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন পুলিশ সুপার ফারুক আহমেদ, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক প্রমুখ। পরে শহীদ আর আই আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লায় পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ আমির আলী চৌধুরী। বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা পুলিশ কমান্ডার নরেশ চাকমা, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, বিশিষ্ট চিকিৎসক ডা: তৃপীষ চন্দ্র ঘোষ, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়। পরে সেবা অবদানের জন্য দুই জনকে পুরস্কৃত করা হয়।