Published : Saturday, 30 October, 2021 at 12:00 AM, Update: 30.10.2021 12:50:18 AM
তানভীর দিপু:
কুমিল্লায়
ধর্মীয় অবমানার মামলায় গ্রেফতার ইকবাল হোসেনসহ চার আসামিকে দ্বিতীয় দফায়
আরো ৫দিনের রিমান্ডে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গতকাল
শুক্রবার দুপুরে কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক
ফারহানা সুলতানার আদালতে তাদের উপস্থাপন করে সিআইডির পক্ষ থেকে আরো ৭ দিনের
রিমান্ড আবেদন করা হয়। আদালত দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের ৫ দিন করে
রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানী শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার
এনামুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।
এর আগে গত ২৩ অক্টোবর শনিবার
কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পূজা মণ্ডপে কোরআন রেখে আসা
ইকবাল হোসেন, জরুরী সেবা নম্বর-৯৯৯ এ কল করা ইকরাম হোসেন, দারোগা বাড়ি
মাজারের দুই সহকারী খাদেম সহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
আদালত তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে গত ৭ দিনের
রিমান্ডের বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান জানান,
রিমান্ডে ইকবাল ও অন্যান্যদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ন ও চাঞ্চল্যকর
তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা, যাচাই ও আরো তথ্যের জন্যই আরো
রিমান্ড চাওয়া হয়েছে। আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য গুলো তথ্য-প্রযুক্তিগত
এবং মাঠ পর্যায়ে তদন্ত করছে কর্মকর্তারা। অতিরিক্ত রিমান্ড শেষ না হওয়া
পর্যন্ত ফলাও ভাবে কিছু বলা যাচ্ছে না।
কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয়
অনুভুতিতে আঘাত হানার মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মানলার তদন্ত
ভার পায় সিআইডি। এপর্যন্ত কুমিল্লার ঘটনায় সর্বমোট ১১ টি মামলায় ৮৯ জনকে
গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পাড়ে অস্থায়ী
পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পরে সিসি ক্যামেরার
ফুটেজ দেখে ঘটনায় জড়িত শনাক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা
হয়। এর আগেই পুলিশের কাছে গ্রেপ্তার ছিলো ৯৯৯ এ প্রথম কল করা ইকবাল হোসেন
এবং দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর।