Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM, Update: 31.10.2021 1:06:38 AM
নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন,ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি ও
তারুণ্যের আলো ছাত্র ও জনকল্যাণ সংগঠন এর যৌথ উদ্যোগে ক্যারিয়ার কাউন্সিলিং
সেমিনার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা
উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেল কলেজ
সমিতি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সোনার বাংলা কলেজের
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণপাড়া
উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও বেড়াখলা আব্দুল মতিন খসরু
বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।
অনুষ্ঠানটির
সমন্বয়ক ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ
শিক্ষা সেবা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ
মহিউদ্দিন লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্য বলে ত্রিশ লক্ষ
শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, স্বাধীনতার জন্য
যাঁরা জীবর দিয়েছেন তাঁদের স্বপ্ন ছিলো একটি উন্নত সমৃদ্ধ, অসাম্প্রদায়িক
বাংলাদেশে বিনির্মান করা,শহীদের স্বপ্নপূরনে সুশিক্ষার বিকল্প নেই।তিনি
উপস্থিত সকল শিক্ষার্থীকে সু-শিক্ষা অর্জন করে,যোগ্য মানুষ হিসেবে নিজেদের
গড়ে তোলার উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিদলাই আশরাফ
মাধ্যমিক বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভূইয়া, বাংলাদেশ
শিক্ষা সেবা ফাউন্ডেশন বুড়িচং উপজেলা কমিটির সভাপতি মোঃ মনির হোসেন,
শিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক
আবদুল কাদের বাচ্চু,সিদলাই ইউনিয়ন ছাত্র লীগ সাবেক সাধারণ সম্পাদক সাইফুল
ইসলাম আলাউল, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোঃ আতাউর
রহমান চৌধুরী, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য কাজী
আবদুল বাকি, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন
বিএসসি, বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী
এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি
এবং তারুণ্যের আলো ছাত্র ও জনকল্যাণ সংগঠনের সভাপতি, কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের
শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান।
এসময় বেড়াখলা গ্রামের প্রায় ৭৬জন এসএসসি
পরীক্ষার্থী কে শিক্ষা উপকরণ হিসেবে ১টি ফাইল, ৩টি খাতা,৩টি কলম,স্কেল,
জ্যামিতি বক্স দেয়া হয়।
অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের
নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের
মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ১০ জন কে বিজয়ী ঘোষণা করে প্রত্যেক
কে ক্রেস্ট,সার্টিফিকেট,খাতা, কলম পুরস্কার দেয়া হয়।