Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM, Update: 31.10.2021 1:06:51 AM
নিজস্ব
প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার ২৯তম বার্ষিক
সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিকো ও চক্ষু হাসপাতাল মিলনায়তনে
এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার
।
বিজেএকেএস এর সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত
বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য এবং ২৮তম বার্ষিক সাধারণ সভার রিপোর্ট
পেশ করেন সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ফাহমিদা জেবিন। ২০২০ সালের সাধারণ
সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক ডা: এ কে এম আব্দুস সেলিম। সভায়
২০২০ সালের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া।
সভার
শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মো: এনামুল হক
এনাম, ধন্যবাদ জ্ঞাপন করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি হাসান খসরু। অনুষ্ঠান
পরিচালনা করেন বিজেএকেএস এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।
সভায়
প্রধান অতিথি বিজেএকেএস প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম
বাহাউদ্দিন বাহার বলেন কুমিল্লা নামেই বিভাগ হবে। কুমিল্লার ৬০ লক্ষ
অধিবাসী কুমিল্লা নামেই বিভাগ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। তিনি কুমিল্লা নামে
বিভাগ করার জোর দাবী উপস্থাপনে সুযোগ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি বিজেএকেএস এর অগ্রগতি
অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করে বলেন জনগনের সেবামুলক প্রতিষ্ঠানগুলো
সুষ্ঠুভাবে এগিয়ে যাক এ প্রত্যাশায় নিরলসভাবে এ সকল প্রতিষ্ঠানগুলোকে
সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে পরিচালনার সুযোগ করে
দিয়েছি।
প্রধান অতিথি এমপি বাহার আরো বলেন, ইতিমধ্যে কুমিল্লার ইতিহাস
সংস্কৃতির ঐতিহ্য নবাব ফয়জুন্নেছা, শচীন দেব বর্মন এবং শহীদ ধীরেন্দ্র নাথ
দত্তের স্মরনে হারিয়ে যাওয়া ব্যক্তিত্বদের সকলের সামনে নিয়ে আসায় কুমিল্লা
আগের চেয়ে এখন অনেক আলোকিত।
এর আগে বিজেএকেএস প্রধান পৃষ্ঠাপোষক সংসদ
সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বিজেএকেএস রোগীবহনের
নতুন বাস উদ্বোধন করেন। এ সময় বিজেএকেএস সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম,
সাধারণ সম্পাদক ডা: এ কে এম আব্দুস সেলিমসহ নির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ
উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেএকেএস সহ
সভাপতি প্রকৌশলী মো: শাহাবুদ্দিন, সহ সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুল,
সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর
উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান
তারিকুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের
সাধারণ সম্পাদক মির্জা মো: কোরেশী, জহিরুল ইসলাম মোহন, জেলা সমাজ সেবা উপ
পরিচালক জেড এম মিজানুর রহমান খান, মো: আব্দুল হালিম, মো: শাহজাহান সিরাজ
এবং সমিতির নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।