Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM, Update: 31.10.2021 1:07:40 AM
তানভীর
দিপু: মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি- এই শ্লোগানে
কুমিল্লায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল
শনিবার সকালে কুমিল্লা পুলিশ লাইন্সে শহীদ আরআই আবদুল হালিম মিলনায়তনে
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা জেলা
কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটিরর সভাপতি অধ্যক্ষ আমির আলী চৌধুরী,
সাধারণ সম্পাদক হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা পুলিশ কমান্ডার নরেশ
চাকমা, বিশিষ্ট আইনজীবী গোলাম ফারুক, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব শাহ আলমগীর
খান, বিশিষ্ট চিকিৎসক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, দৈনিক কুমিল্লার কাগজ
সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ অন্যান্যরা।
আলোচনা সভায় জেলা পুলিশ সুপার
ফারুক আহমেদ বলেন, চাকুরীজীবীরা, ডাক্তার, শিক্ষক, প্রশাসনসহ সবাই মিলেই
এই সিস্টেম। এই পুরো সিস্টেমপা যদি এক সাথে কাজ করে তাহলে আমরা যেই সমাজ
চাই তা পেতে বেশী সময় লাগবে না। সমাজের ভেতরে যদি একটু ত্রুটি বিচ্যুতি
থাকে তাহলেই তা ভারসাম্যহীন হয়ে যায়। কাজ সঠিকভাবে হয় না। ১৮ কোটি মানুষের
বাংলাদেশে যদি পুলিশের অভাব পূরণ করতে হয় তাহলে তা সম্ভব এক ভাবেই। তা হলো-
জনতাই পুলিশ। শুধু তদন্ত কাজ পুলিশ ছাড়া কেউ করতে পারবেন না। কিন্তু অপরাধ
প্রতিরোধ, উদঘাটন এসব বিষয়ে আপনারা(জনতা)ই করতে পারবেন। কমিউনিটি পুলিশিং,
বিট পুলিশিং এমনই কিছু কাজ। কিন্তু একটি স্বার্থন্বেসী পক্ষ পুলিশের সাথে
জনতার সম্পর্কটা জোরালো করতে দেয় না। কারণ তাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে।
যখন আমরা স্বার্থ কাটিয়ে উঠতে পারবো তাহলে আর এই ভেদাভেদ থাকবে না। জনসেবা
এবং সম্প্রীতি তারও কোন ব্যাঘাত ঘটবে না।
পুলিশ সুপার আরো বলেন,
কুমিল্লার ইকবাল কেইসটাকেই চিন্তা করে দেখা যাক। সে এখান থেকে চলে গেছে
কক্সবাজার, আমাদেরকে প্রথম যে তথ্যটা দিয়েছে, আমরা যেভাবে তাকে ধরতে পেরেছি
- তারা এই কমিউনিটি(জনতা)। এই কমিউনিটি কিভাবে জেনেছে? তার ছবি দেখেছে,
মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে, তারপর তারা সচেতন হয়েছে যে এরকম একটি লোককে
পুলিশ খুঁজছে। তাকে এখন আইনের হাতে তুলে দেয়া প্রয়োজন।
আলোচনা সভা শেষে সেবা ও অবদানের জন্য কমিউিনিটি পুলিশের দুই সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
এর
আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে। র্যালিতে কুমিল্লা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অংশ
নেন।