ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা:
দিলীপ দাসের মৃত্যুর ঘটনায় যুবক গ্রেপ্তার
Published : Sunday, 31 October, 2021 at 12:00 AM, Update: 31.10.2021 1:07:56 AM
 দিলীপ দাসের মৃত্যুর ঘটনায় যুবক গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সহিংসতার ঘটনায় ইটের আঘাতে আহত দিলীপ কুমার দাসের মৃত্যুর ঘটনায় মামলায় সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এই মামলায় আরো ৩ জন গ্রেপ্তার আছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার উল আজিম। তিনি জানান, রবিবার তাদেরকে আদালতে তোলা হবে। গ্রেপ্তার সাইফুল ইসলাম দেবীদ্বার উপজেলার এগারো গ্রামের ইব্রাহীম ব্যাপারীর ছেলে।
এর আগে গত ১৩ অক্টোবর কুমিল্লার পূজাণ্ডপে পবিত্রত কোরআন রাখাকে কেন্দ্র সহিংসতায় মনোহরপুর এলাকায় রাজ রাজেশ্বরী কালী মন্দিরে গেইট লাগানোর সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে দিলীপ কুমার দাস মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিলীপ কুমার দাস মৃত্যু বরন করেন।  এঘটনায় দিলীপ দাসের স্ত্রী  রূপা দাস  অজ্ঞাতদের আসামী করে ২৪ অক্টাবর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে কুমিল্লায় ধর্ম অবমাননা, পূজামণ্ডপে ভাংচুর-সহিংসতায় মোট ১১টি মামলায় ৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৭টি মামলা কোতয়ালী থানায়। নগরীর নানুয়া দিঘীর পাড়ের অস্থায়ী মণ্ডপে কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামী ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার রয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি। আদালতের মাধ্যমে ইকবালসহ চার আসামীকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে সিআইডি। এর আগে আরো ৭ দিন করে ওই মামলার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলাও তদন্ত করছে পুলিশ। সেই মামলায় ফয়েজ নামে এক যুবক গ্রেপ্তার রয়েছে।  
গত শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, রিমান্ডে আসামীদের কাছ থেকে গুরুত্বপূর্ন এবং চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। এগুলো ডিজিটালি এবং ম্যানুয়ালি তদন্ত করে দেখা হচ্ছে। অধিকতর তদন্ত স্বচ্ছতা এবং আরো তথ্যের জন্যই আসামীদের আবারো রিমান্ডে নেয়া হয়েছে। খুব শীঘ্রই উর্দ্ধতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এসব তথ্য সবাইকে জানাবেন।