Published : Friday, 5 November, 2021 at 12:00 AM, Update: 05.11.2021 1:18:28 AM
প্রদীপ মজুমদার :
আরব আমিরাত (দুবাই) ফ্যাশন পোষাক তৈরির নাম্বার ওয়ান তেলাল কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মা ও পরিবারের খোঁজ খবর নিতে একটি প্রতিনিধি দল কাজ করছে বাংলাদেশে। গত এক সপ্তাহ ধরে তারা ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন এলাকায়। এর মধ্যে কুমিল্লার শ্রমিক সংখ্যা বেশি। প্রতিনিধি দলের প্রধান তেলাল কোম্পানির ম্যানেজার আবদুর রাজ্জাক বলেন দুবাই স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর আমরা ওই দেশে ব্যবসা করছি বিশ বছর। গত বিশ বছরে আমরা আমাদের কোম্পানিকে পোষাক তৈরি শিল্পে ওই দেশে এক নাম্বার করেছি। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের শ্রমিকদের জন্য। আমাদের কোম্পানিতে একহাজার শ্রমিক তার মধ্যে দু'শ শ্রমিক বাংলাদেশী। কোম্পানির শুরুটা হয়েছে বাংলাদেশী শ্রমিকদের নিয়ে তাই বাংলাদেশের মানুষদের প্রতি গভীর ভালোবাসা রয়েছে কোম্পানির। এজন্য বাংলাদেশের সকলের নিকট কৃতজ্ঞ তেলাল কোম্পানি। তিনি আরও বলেন গেল ওমেন্স ডে উপলক্ষে আমাদের কোম্পানির মালিক আবদুল সালাম দুবাইর শেখের সিদ্ধান্তকে সন্মান জানিয়ে কোম্পানিতে কর্মরত সকল শ্রমিকদের মায়েদের সন্মানিত করার সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের শ্রমিকদের মায়েদের সন্মানি উপহার পৌঁছে দিচ্ছি। কোম্পানির এই মহৎ উদ্যোগে মায়েরা দারুণ খুশি তারা নিজেদের গর্বিত মনে করছেন এবং তেলাল কোম্পানির জন্য প্রাণ খুলে দোয়া করছেন । ইতিমধ্যে আমরা কুমিল্লা, নোয়াখালী, ফেণীর কার্যক্রম শেষ করেছি কয়েকদিনের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ হবে। আগামীদিনে আরও বড় পরিসরে আমরা স্মরণ করবো মায়েদের।
তেলাল একটি পোষাক তৈরি কোম্পানি তাদের রয়েছে দুবাই জুড়ে ৪০ টি শোরুম। যেখান থেকে সেবা দিয়ে যাচ্ছেন পুরো দুবাইতে। কোম্পানির মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের সেবা করা। প্রতিনিধি দলে আরও ছিলেন কোম্পানির সুপারভাইজার আলমগীর হোসেন ও আবদুল গফুর।