ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাগমারা উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন
Published : Friday, 5 November, 2021 at 12:00 AM, Update: 05.11.2021 1:18:32 AM
বাগমারা উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলনপ্রদীপ মজুমদার : নারীর ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তৃণমূলে নারীদের সুসংগঠিত করতে শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা, স্লোগানকে ধারণ করে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বাগমারা উত্তর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। সন্মেলনে সভাপতি-পারুল আক্তার ,সাধারণ সম্পাদক- হাছিনা আক্তার ,সাংগঠনিক সম্পাদক - রঞ্জিতা সুত্রধর কে দায়িত্ব দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয়।
এর পূর্বে উপজেলার আটটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সর্বশেষ সন্মেলন অনুষ্ঠিত হয়। আগামী কিছুদিনের মধ্যে হবে উপজেলা মহিলা আওয়ামী লীগের সন্মেলন। এই নিয়ে জমে উঠেছে উপজেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতি।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কানিজ ফাতেমার সভাপতিত্বে ও বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা কালীন সাবেক সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নারী আন্দোলনের অগ্রদূত রত্নগর্ভা কোহিনুর বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান,
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার মুন্নী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সালমা আক্তার বিউটি,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ ,মোঃ আমির হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দক্ষিণ, জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর হাজেরা হীরা,সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য এমদাদুল হক মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মুন্সী,বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, উপজেলা যুবলীগ নেতা শামসুর রহমান শিমুল,, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আবদুল্লা আল শাহীন, শিমুল বড়ুয়া, বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুন সর্দার, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাসির মির্জা পেরুল উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি বিউটি রানী সিংহ, বাগমারা দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মিনারা আক্তার, বাকই উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি পুস্প রানী বড়ুয়া,আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক নুরুল ইসলাম, বাউল শিল্পী তাহমিনা, মিনতী রানী বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি ও প্রধান বক্তা বক্তব্যে বলেন এই বাগমারা ইউনিয়ন উর্বর মাটি এখানে জন্মেছেন বিশ্বসেরা অর্থমন্ত্রী ও প্রয়াত নেতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার। পুরুষের পাশাপাশি নারীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে সরকার প্রধান নারী। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন।