দেশের ৬৪ জেলার মধ্যে অর্ধেক জেলাতেই করোনাতে গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি।
শুক্রবার (৫ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে একাধিক রোগী শনাক্ত হয়েছে দুই জেলায়, এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ৩০ জেলায় আর নতুন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়নি ৩২ জেলায়।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে, সেই সঙ্গে কমেছে শনাক্তের হারও। এ সময়ে মারা গেছেন ৩ জন ও নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এসময়ে একাধিক রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরসহ ঢাকা জেলা আর চট্টগ্রাম জেলায়। আর নতুন রোগী শনাক্ত না হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল; চট্টগ্রাম বিভাগের ফেনী, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট; রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও গাইবান্ধা, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার কমে হয়েছে এক দশমিক ১২ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ৩২ শতাংশ।