ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদের স্মরণসভা
Published : Saturday, 6 November, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
প্রয়াত কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এম, হুমায়ুন মাহমুদ ছিলেন একজন মনেপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সাচ্ছা গণমানুষের নেতা এবং সংগঠক ছিলেন। তিনি রাজনীতিতে কখনো আপোষ করেনি, গরিব-দুঃখী ও অসহায় মানুষের প্রাণের স্পন্ধিত এবং কর্মী বান্ধব নেতা ছিলেন। গত বছরের এই দিনে তিনি বৈশি^ক মহামারী ‘করোনায়’ আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান। তিনি ডাকসু এবং সিনেট মেম্বার ছাড়াও দেবীদ্বার উপজেলা সভাপতি, কুমিল্লা (উঃ) জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিসহ বিভিন্ন সংগঠনের নেতা ছিলেন।
শুক্রবার সকালে উপজেলার মোহাম্মদপুর মরহুমের নিজ বাড়িতে আয়োজিত প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণ সভায় বক্তারা ওই বক্তব্য তুলে ধরেন।
কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরকার, শেখ আব্দুল আউয়াল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিন সরকার, আবুল কাসেম চেয়ারম্যান, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ও প্রয়াত আ’লীগ নেতা এম,হুমায়ুন মাহমুদ’র স্ত্রী সাজেদা আক্তার মায়া, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, অধ্যাপক হারুন- অর-রশিদ, আওয়ামীলীগ উপজেরা সদস্য মোঃ লুৎফর রহমান বাবুল, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এম,এজাজ মামুদ, ছাত্রলীগ উপজেলা যুগ্ম-আহবায়ক মোঃ মামুন-অর-রশীদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জেলা-উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের পক্ষ থেকে প্রয়াত নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।