Published : Saturday, 6 November, 2021 at 12:00 AM, Update: 06.11.2021 12:22:49 AM
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষকরাই একটি দেশের মূল চালিকা শক্তি। শিক্ষা ছাড়া কোন জাতি এগুতে পারে না। শিক্ষাই পারে একটি জাতিকে বদলে দিতে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একমাত্র শিক্ষকরাই পারে একটি দেশ ও জাতিকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। অন্যায় ভাবে শিক্ষকদের সাথে কেউ দুর্ব্যবহার করলে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আমি বিশ্বাস করি একজন শিক্ষক যদি চায়, কোন অবস্থাতেই কোন শিক্ষার্থী খারাপ পথে যেতে পারে না। শিক্ষকদের সার্বিক সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বুড়িচং-ব্রাহ্মণপাড়ার যথেষ্ট উন্নয়ন করেছেন। মানুষ আব্দুল মতিন খসরুকে স্বর্ণাক্ষরে মনে রাখবে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবের মিলনায়তনে কুমিল্লা জেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকদের আয়োজনে কলেজ শিক্ষকদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খানকে সংবর্ধনা দেয়া হয়।
সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সেলিম রেজা সৌরভের সভাপতিত্বে আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম,অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মজুমদার, অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আকন্দ, অধ্যক্ষ মোঃ ফয়জুল আলম, অধ্যক্ষ মোঃ আনিসুল ইসলাম সোহেল, অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, অধ্যক্ষ সেতারা বেগম, অধ্যক্ষ মোঃ সাদেক ভূঁইয়া, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাসলিমা আক্তার, অধ্যক্ষ মোঃ শাহজাহান মজুমদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাখাল চন্দ্র শীলসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ। অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সংবর্ধিত করা হয়।