ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মন্ত্রিপরিষদে পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান (ভিডিও)
Published : Saturday, 6 November, 2021 at 12:36 PM
মন্ত্রিপরিষদে পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান (ভিডিও)আফগানিস্তানে সরকার গঠন করার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছিল না তালেবান সরকারের। প্রথম দফায় অন্তর্র্বতী সরকারের মন্ত্রীদের নাম ঘোষণার পর মন্ত্রিপরিষদে নতুন আরও বেশ কয়েকজনকে যুক্ত করা হয়। এখন আবার মন্ত্রিপরিষদে পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান।

ইসলামিক আমিরাতের উপমুখপাত্র বিলাল কারিমি এ তথ্য জানান। খবর টোলো নিউজের।

বিলাল বলেন, ইসলামিক আমিরাত মন্ত্রিপরিষদে পরিবর্তন আনতে চাইছে। পেশাদার কর্মকর্তাদের মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে।

ইসলামিক আমিরাতের এ উপ-মুখপাত্র আরও বলেন, মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। মন্ত্রিসভা সম্পূর্ণ করা হবে বিশেষজ্ঞ ও মেধাবীদের দিয়ে যারা সমাজের বিভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন।

মন্ত্রিসভা বড় করা হলেও এখনও তালেবানের অন্তর্র্বতী সরকারকে কোনো দেশ স্বীকৃতি দেয়নি।

আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলো বারবার তালেবানকে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে আসছে।

জান্নাত ফাহিম চাকারি নামের এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, তালেবানের বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক। এ সরকার গঠন করা হয়েছে জরুরি অবস্থায়। এটিকে সংকটময় মুহূর্ত থেকে বের হয়ে স্থিতিশীল অবস্থার দিকে আসার প্রক্রিয়া হিসেবে ধরা যায়।

তবে ভিন্নমত পোষণ করেছেন অপর এক রাজনৈতিক বিশ্লেষক।

মুহাম্মদ ঈসা ইসহাকজাই বলেন, যদি সরকারে এলিট ও পেশাদার লোকজন না থাকে ততক্ষণ পর্যন্ত সরকারকে অন্তর্ভুক্তিমূলক বলা যাবে না।

আন্তর্জাতিক সম্প্রদায়ও আফগানিস্তানে এমন সরকার চায় যেটি হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে সমাজের সব পক্ষের প্রতিনিধি থাকবে।

এদিকে আফগানিস্তানের বাসিন্দারা ইসলামিক আমিরাতের প্রতি দাবি জানিয়েছেন, তারা যেন একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলে এবং সেখানে যেন নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের স্থান দেওয়া হয়।