প্রিমিয়ার হকি লিগে জয়ের চাকা ভালোভাবেই সচল রেখেছে শিরোপা প্রত্যাশী দলগুলো। অঘটন এখনো ছুঁতে পারেনি মোহামেডান, আবাহনী ও মেরিনার্সকে। এই তিন দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে লিগের চিত্র। তার আগে প্রত্যাশিত পয়েন্টগুলো নিয়ে শিরোপার পথে ছুটছে তারা।
শনিবার মওলনা ভাসানী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও সাবেক চ্যাম্পিয়ন আবাহনী জয়ের ধারাবাহিতায় ঘরে ফিরেছে পূর্ণ পয়েন্ট নিয়ে। দিনের প্রথম ম্যাচে আবাহনী ১১-২ গোলে উড়িয়ে দিয়েছে সাধারণ বীমাকে এবং দ্বিতীয় ম্যাচে মোহামেডান ৬-০ গোলে হারিয়েছে ওয়ারি ক্লাবকে।
প্রথম ম্যাচে আবাহনী গোল খেয়ে পিছিয়ে পড়ে যেন তেঁতে উঠেছিল সাধারণ বীমার বিপক্ষে। ১৩ মিনিটে গোল করে প্রথম কোয়ার্টারে এগিয়ে থাকা বীমা বাকি সময় তো আবাহনীর খেলা দেখেই সময় কাটিয়েছে। বৃষ্টির মতো পোস্টে যাওয়া বল কুড়াতে বীমার গোলরক্ষকই ছিলেন বেশি ব্যস্ত।
আবাহনীর ১১ গোলের মধ্যে সবচেয়ে বেশি তিন গোল করেছেন পাকিস্তানের মুহাম্মদ দিলবার। দুই গোল করেছেন আরেক পাকিস্তানী আলীম বিল্লাল। বাকি গোলগুলো করেছেন আরশাদ, রিজওয়ান, পুস্কর ক্ষিসা মিমো, মাহবুব, আবেদ ও নিলয়। সাধারণ বীমার দুই গোল করেছেন ওমর ও তানভীর।
মোহামেডানের ৬ গোলের দুটি করেছেন ভারতের সুনীল। বাকি চার গোল নাসির, জিমি, আশরাফুল ও আরিফুলের।