টুর্নামেন্টের শহর কলম্বো গিয়ে পূর্ণাঙ্গ দল পেলেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ মারিও লেমোস। শুক্রবার ১৬ ফুটবলার নিয়ে শ্রীলংকায় গিয়েছেন লেমোস। তার আগের দিন বিকেলে ৭ ফুটবলার কলম্বো পৌছান উজবেকিস্তান থেকে। তারা ছিলেন অনূর্ধ্ব-২৩ দলের সদস্য।
গত ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও খেলোয়াড় স্বল্পতার কারণে বিলম্বে অনুশীলন শুরু করতে হয় লেমোসকে। শনিবার বিকেলে কলম্বোয় প্রথমবারের মতো সব খেলোয়াড় নিয়ে অনুশীলনের সুযোগ পেয়েছেন এই পর্তুুগিজ।
সকালে হোটেলে জিম ও সুইমিং সেশন করেন জামাল-তপুরা। বিকেলে করেন মাঠের অনুশীলন। সোমবার শুরু হবে চার জাতি টুর্নামেন্ট। অন্য তিন দল সিসেলস, মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলংকা।