চৌদ্দগ্রামে রুরাল প্রাইমারী হেল্থ ইনিশিয়েটিভের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
মজিবুর রহমান বাবলু
Published : Saturday, 6 November, 2021 at 7:58 PM, Update: 06.11.2021 8:12:56 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ রুরাল প্রাইমারী হেল্থ ইনিশিয়েটিভ এর উত্তর বেতিয়ারা শাখার উদ্বোধন, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা আমির হোসেন চৌধুরী আইডিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার)। ডা. গোলাম কাদের চৌধরী নোবেলের সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন শান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি জাহিদুল ইসলাম, বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতানা বিলকিস খায়ের বেনু, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম, চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক, বেতিয়ারা-কোদালিয়া একতা সংঘের সাধারণ সম্পাদক নূর আলম দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ পাঠদানের পাশাপাশি ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে শিক্ষার্থীদেরকে সম্যক ধারণা দেয়ার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার) বলেন, সরকার নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেছে। সেসব আইন সম্পর্কে নারীদের সম্যক ধারণা থাকা উচিৎ। আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সব অপরাধ দমন সম্ভব নয়। ভারতীয় সীমান্তবর্তী বেতিয়ারা গ্রাম সহ সমগ্র চৌদ্দগ্রামে মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌড়াত্ব কমাতে আইন প্রয়োগকারী সংস্থাকে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।