ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে মডেল বাড়ির কার্যক্রম পরিদর্শন করলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মঈনুর রহমান চৌধুরী
মজিবুর রহমান বাবলু
Published : Saturday, 6 November, 2021 at 8:11 PM
চৌদ্দগ্রামে মডেল বাড়ির কার্যক্রম পরিদর্শন করলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মঈনুর রহমান চৌধুরীমুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের ৫৩৪ টি উপজেলা ও থানায় হতদরিদ্রদের মধ্যে একটি করে মডেল বাড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও পরিদর্শন) ড. মঈনুর রহমান চৌধুরী বিপিএম (বার)। এ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখীল গ্রামে মৃত মুক্তিযোদ্ধা লাতু মিয়ার স্ত্রী শরিফা বেগমের বাড়িটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মুক্তিযোদ্ধার স্ত্রী শরিফা বেগমের সাথে কথা বলেন এবং জমিদাতা মাহবুবুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. মঈনুর রহমান চৌধুরী বলেন, পুলিশের উদ্যোগে তৈরিকৃত বাড়িগুলোর কাজ সম্পন্ন হলে মাননীয় প্রধানমন্ত্রী এক যোগে উদ্বোধন করবেন। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার), চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন প্রমুখ। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।