ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আমিরাতের পদক্ষেপের নিন্দা যুক্তরাষ্ট্রের
Published : Wednesday, 10 November, 2021 at 12:44 PM
আমিরাতের পদক্ষেপের নিন্দা যুক্তরাষ্ট্রেরসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া সফরের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে ওয়াশিংটনের স্পষ্ট করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, এই সফর নিয়ে বাইডেন প্রশাসন উদ্বিগ্ন।

সিরিয়ার আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনও উদ্যোগ সাবধানতার সঙ্গে বিবেচনার জন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন নেড প্রাইস।

মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে সিরিয়া সফর করেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ। সিরিয়ার রাজধানী দামেস্কে তাদের সাদর অভ্যর্থনা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেড প্রাইস বলেন, নৃশংস স্বৈরশাসক বাশার আল আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় কোনও ধরনের সমর্থন দেবে না বাইডেন প্রশাসন। সূত্র: আনাদোলু এজেন্সি।