ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিয়ে করলেন নোবেলজয়ী মালালা
Published : Wednesday, 10 November, 2021 at 1:19 PM
বিয়ে করলেন নোবেলজয়ী মালালাতালেবানের গুলিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যে পাকিস্তানি কিশোরী হয়ে উঠেছিলেন নারীশিক্ষার আন্দোলনের অগ্রসারীর নারী কর্মী, সবথেকে কম বয়সে জিতে নিয়েছিলেন শান্তির নোবেল, সেই কিশোরী মালালা ইউসুফজাই  জীবনের নতুন অধ্যায় শুরু করলেন
জীবনসঙ্গী হিসেবে তিনি পছন্দ করে নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিককে। যুক্তরাজ্যের বার্মিংহামে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বিয়ের ছবি  টুইটারে প্রকাশ করেছেন মালালা নিজেই

২৪ বছর বয়সী এই মালালা ইউসুফজাই  টুইটারে লিখেছেন, “আজ আমার জীবনের খুবই মূল্যবান একটি দিন। আসার আর আমি গাঁটছড়া বেঁধেছি সারা জীবনের জন্য।

“পরিবারের সদস্যদের নিয়েই ছোটখাটো আয়োজনে বার্মিংহামের বাড়িতে আমাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনগুলোতে একসঙ্গে এগিয়ে যেতে আমরা মুখিয়ে আছি।”

রয়টার্স জানায়, টুইটার পোস্টে মালালা তার জীবনসঙ্গীনির বিস্তারিত পরিচয় না দিলেও সোশাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে অনায়াসে চিনে নিয়েছেন। আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার।  

তবে আসার মালিকও বিয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে মালালাকে আংটি পরিয়ে দিতে দেখা যাচ্ছে তাকে।

আর মেয়ের বিয়ের কথা জানিয়ে মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই টুইটারে লিখেছেন, “এটা আনন্দ ভাষায় প্রকাশ করার মত নয়। তুর পেকাই ইউসুফজাই (মালালার মা) আর আমি অভিভূত, কৃতজ্ঞ।”