অ্যালোভেরা জেল রূপচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান অ্যালোভেরা জেল। সাধারণ ঘরোয়া তাপমাত্রায় অ্যালোভেরা জেল রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই এটি ফ্রিজে রাখুন।
লিপস্টিক
ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। গরমে অনেক সময় লিপস্টিক গলে যাওয়ার পাশাপাশি লিপস্টিকের রঙও বদলায়। তাই লিপস্টিক দীর্ঘদিন সংরক্ষণ করতে ফ্রিজে রাখা যেতে পারে। এতে লিপস্টিকে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকে এবং ঠোঁটে দীর্ঘস্থায়ী হয়।
আই ক্রিম
আই ক্রিম ফ্রিজে রাখলে যেমন অনেকদিন পর্যন্ত ভালো থাকে, তেমনি ঠান্ডা ক্রিম দূর করে চোখের ক্লান্তি ভাব।
লিপ বাম
লিপ বাম ফ্রিজে রেখে ব্যবহার করুন। ভালো থাকবে অনেকদিন।
সিরাম
ফ্রিজে রাখা সিরাম ত্বকের জন্য অনন্য। ঠান্ডা সিরাম ত্বকের ছিদ্র আঁটসাঁট করার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর। এটি রক্ত সঞ্চালন বাড়ায়।
টোনার
টোনার অবশ্যই ফ্রিজে রাখুন। ঠান্ডা টোনার ত্বকের জন্যও ভালো।
সিট মাস্ক
ফেস বা শিট মাস্ক ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে। ঠান্ডা তাপমাত্রায় সংরক্ষণ করলে এগুলো সবচেয়ে ভালো কাজ করে। সবসময় মাস্ক রেফ্রিজারেটরে রাখতে না চাইলে ব্যবহারের এক ঘণ্টা আগে সেগুলো ফ্রিজে রাখতে পারেন।