ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অপরিবর্তিত কিউইরা, ইংলিশদের রয়ের জায়গায় বিলিংস
Published : Wednesday, 10 November, 2021 at 8:22 PM
অপরিবর্তিত কিউইরা, ইংলিশদের রয়ের জায়গায় বিলিংসপায়ের ইনজুরির ফলে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ইংল্যান্ডের ডানহাতি ওপেনার জেসন রয়। যার কারণে ইংল্যান্ডের একাদশে একটি পরিবর্তন ছিল অবধারিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাদের নিজেদের একাদশে মাত্র এই একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। জেসন রয়ের পরিবর্তে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে।

তবে রয়ের মতো ইনিংসের সূচনা করবেন না বিলিংস। মিডল অর্ডার থেকে জনি বেয়ারস্টোকে দেওয়া হয়েছে প্রমোশন। বেয়ারস্টোই জস বাটলারের সঙ্গে নামবেন। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে নিউজিল্যান্ড।

আবুধাবিতে ফাইনালে ওঠার লড়াইটিতে টস জিতেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। তিনি আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ডকে।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগ্যান, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।