Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM, Update: 11.11.2021 1:18:55 AM
শহীদ
বেতিয়ারা দিবস উপলক্ষ্যে আজ ১১ নভেম্বর কুমিল্লা টাউন হলে স্মরণ সভা
অনুষ্ঠিত হবে। বিকাল অনুষ্ঠিত হবে এ স্মরণ সভা। তার পূর্বে সকালে বেতিয়ারা
স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন
বিশেষ গেরিলা বাহিনীর সদস্যবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট
পার্টি- ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী দেশ মাতৃকার ডাকে অকুতোভয় লড়াইয়ে
নিজেদের নিবেদন করেছে অবিচল দৃঢ়তায়। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার
বেতিয়ারায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ৯ জন গেরিলা বাহিনীর সদস্য শহীদ
হন। তাঁদের স্মরণে প্রতি বছর ১১ নভেম্বর ‘বেতিয়ারা দিবস’ পালন করে আসছে
ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্যবৃন্দ।
এবারও
দিবসটি উপলক্ষ্যে বেতিয়ারা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও কুমিল্লা টাউন
হলে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে ন্যাপ-কমিউনিস্ট
পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম
হুমায়ূন কবির মজুমদার স্মরণে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘চির ভাস্বর হে
অগ্রপথিক’ এর মোড়ক উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্যবৃন্দ।