ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্বাচকদের বৈঠকে চূড়ান্ত হয়নি দল
Published : Friday, 12 November, 2021 at 12:00 AM
পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল নিয়ে বিসিবির জাতীয় নির্বাচক প্যানেলের তিন সদস্য বৈঠকে বসেছিলেন। সেখানে যোগ দিয়েছিলেন সদ্য টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজনও। কিন্তু তাদের বৈঠকে দল চূড়ান্ত হয়নি।
বুধবার অনুষ্ঠিত বৈঠকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে ডাকেননি নির্বাচকরা। নিজেদের বৈঠক নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘আমরা এখনো দল নির্বাচন চূড়ান্ত করিনি। আমরা ফরম্যাট অনুযায়ী নিজেরা আলোচনা করেছি। নিজেদের এবং প্রতিপক্ষের শক্তি এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু পরিবর্তন আনব, তবে আমাদের মাথায় রাখতে হচ্ছে খেলাটা আমাদের নিজেদের মাটিতে হচ্ছে। এখানে কে কতটা ভালো করতে পারে সেটা বিবেচনা করতেই হচ্ছে আমাদের।’
বিশ্বকাপের ভরাডুবির পর খোলনলচে পাল্টে ফেলার কথা উঠেছিল। সেই পরিকল্পনায় সাত তরুণ ক্রিকেটারকে নিয়ে অনুশীলনও শুরু করেছেন টিম ডিরেক্টর। তাদের সবাইকে পাকিস্তান সিরিজে দেখা যাবে তা মোটামুটি নিশ্চিত। বাকি জায়গাগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে নির্বাচকদের। অধিনায়ক মাহমুদউল্লাহই থাকছেন। মুশফিক, আফিফ, সোহান, মেহেদী, তাসকিন, মোস্তাফিজ, নাসুমদের জায়গাও পাকাপাকি। টি-টোয়েন্টি সিরিজে সাকিবকে পাওয়া যাচ্ছে না। টেস্টে তার খেলার সম্ভবনা আছে।
দল সাজাতে নির্বাচকরা বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সিরিজের পারফরম্যান্সও মূল্যায়ন করছেন মিনহাজুল, ‘দলে বড় আকারের পরিবর্তন আনার জন্য আমাদেরকে বিশ্বকাপের আগের দুই সিরিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে হচ্ছে। এটা ঠিক আমাদের বিশ্বকাপের পারফরম্যান্স খুব বাজে ছিল এবং আমরা সবাই কষ্ট পেয়েছি। কিন্তু বর্তমান স্কোয়াডের প্রত্যেককে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এই দলটাই কিন্তু দুইমাস আগে আমাদেরকে সিরিজ জিতিয়েছিল।’  
শুক্রবার থেকে শুরু হবে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন। তবে এবার কোয়ারেন্টাইন না থাকায় দল ঘোষণা নিয়ে তড়িঘড়ি করবে না বিসিবি। সিরিজ শুরুর আগে কোভিড টেস্ট করিয়ে হোটেলে উঠবেন ক্রিকেটাররা। ফলে দল সাজাতে শেষ মুহূর্ত পর্যন্ত সময় পাচ্ছেন নির্বাচকরা।