ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেজর গনির ৬৫তম মৃত্যুদিবস পালিত
Published : Friday, 12 November, 2021 at 12:00 AM, Update: 12.11.2021 12:52:10 AM
মেজর গনির ৬৫তম মৃত্যুদিবস পালিতস্টাফ রিপোর্টার।। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর গনির ৬৫তম মৃত্যুদিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার মেজর গণি পরিষদের ব্যবস্থাপনায় এ সভা হয়।
সভায় বক্তব্য রাখেন মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব নুরুল আমিন রোকন, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক আ.জ.ম মোরশেদ আল মামুন লিটন, ইন্জিনিয়ার মোনতাকিম, ব্যাবসায়ী জসিম উদ্দিন, যুবনেতা আবু নাসের প্রমুখ।
মেজর গনি পরিষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাংবাদিক দিদারুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় মেজর গনির বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর লিখিত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আনোয়ার হোসেন ভূইয়া।