Published : Friday, 12 November, 2021 at 12:00 AM, Update: 12.11.2021 12:52:28 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে ভাঙচুর ও নাশকতার
মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মইনুদ্দিন
আহমেদ বাবু ছাড়াও গ্রেফতার ১২ আসামিকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলী আদালতের বিচারক চন্দন কান্তি নাথ আদেশ দেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।
তিনি
বলেন, পুলিশ আদালতে ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড
আবেদন করলে বিচারক তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম খান জানান,
বাবুর বিরুদ্ধে ভাঙচুর, নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। একটি মামলার বাদী
পুলিশ, অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।
এর
আগে গত ৬ নভেম্বর শনিবার গভীর রাতে সাজেক থেকে মইনুদ্দিন আহমেদ বাবুকে
গ্রেফতার করা হয়। এদিন পুলিশের মামলার আরও ১২ আসামিকে নগরীর বিভিন্ন স্থান
থেকে গ্রেফতার করে।
গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার পরে পরিবার নিয়ে পালিয়ে যান বাবু।
উল্লেখ্য,
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার পর সহিংসতা
শুরুর জন্য তাকে অভিযুক্ত করেছেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা।