মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কেন্দ্রে হামলা, ইমাম আটক
Published : Friday, 12 November, 2021 at 12:00 AM, Update: 12.11.2021 12:53:02 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়নে মসজিদের মাইকে
ঘোষনা দিয়ে কেন্দ্র দখলের সময় সংঘর্ষে নিহত হয়েছে এক যুবক। মসজিদের মাইকে
ঘোষণা করে লোকজন জড়ো করার দায়ে আমিরাবাদ এলাকার ওই মসজিদের ইমাম নাজমুলকে
আটক করে পুলিশ।
গতকাল মানিকার চর ইউনিয়নের মানিকার চর সরকারি
প্রাথমিক বিদ্যালয় নৌকা ও আনারস প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা
দেয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের হারুন অর রশীদের সমর্থকরা
গ্রামবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান জানায়। পরে তারা আবার মাইকে ঘোষণা
দেয়-নৌকা প্রতীকের লোকজন কেন্দ্র দখল করে নিয়েছে, গ্রামবাসী যেন বাড়ি থেকে
বের হয়ে আসে। এর কিছুক্ষণ পরেই এক থেকে দেড় শ’ জনের একটি নারী পুরুষের দল
মানিকার চর কেন্দ্রের সামনে অবস্থা নেয়। সেখানে কোন বিশৃঙ্খলা তৈরী করতে না
পেরে তারা পাশ্ববর্তী আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দিকে
যায়। যাবার পথে তারা বিভিন্ন প্রার্থীর পোষ্টার ব্যানার ছিড়ে এবং সাধারণ
ভোটারদের সরে যাবার হুমকি দেয়। পরে তাদের মধ্যে কিছু লোক আমিরাবাদ কেন্দ্রে
জোর করে প্রবেশের চেষ্টা করে এবং বিভিন্ন ভোট কক্ষে গিয়ে ব্যালট বাক্স ও
নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নিতে চায়। এসময় তারা পুলিশ ও বিভিন্ন প্রার্থীর
এজেন্টের বাঁধার মুখে ব্যর্থ হলে তারা স্কুলের দরজা জানালা ভাংচুর এবং
ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। বিশৃঙ্খলাকারীদের নিবারন করতে পুলিশ ফাঁকা গুলি
চালায় এবং পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় সংঘর্ষে আনারস সমর্থক তিনজন
গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথেই শাওন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়।
আহত হয় নাজমুল ও জিরু মিয়াসহ ৮/১০ জন। শাওনের নিহতের বিষয়টি নিশ্চিত করে
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বর্ষা লরেন। তিনি জানান,
সহিংসতায় আহত শাওন হাসপাতালে আনার পথেই মারা যান। পরে তার মরদেহ পুলিশের
কাছে হস্তান্তর করা হয়।