Published : Saturday, 13 November, 2021 at 12:00 AM, Update: 13.11.2021 12:15:31 AM
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ আবু তাহেরের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রতন।বিশেষ অতিথি ছিলেন পূর্ণমতি গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার। আরো উপস্থিত ছিলেন করিম ফকির, আলী আশরাফ, এনামুল হক শান্ত, ফারুক মিয়া, মামুন মিয়া, হাসন আলী সহ অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মচারীবৃন্দ।বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা রুহুল আমিন খতিব হরিপুর কেন্দ্রীয় ঈদগাহ।প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ দেলোয়ার হোসেন রতন পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।বুড়িচংয়ের কালিকাপুরে কৃষি প্রযুক্তিবিষয়ে আলোচনা সভাকুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজারে নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ও মেসার্স নিহা ট্রেডার্স এর উদ্যোগে কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষক ও খামারিদের নিয়ে এক আলোচনা সভা ও নিহা টেডার্সের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল গত ১০ নভেম্বর বুধবার বেলা ১১টায় মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজার শাহলিন নিউট্রনিক।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সভাপতি- আলোকিত যুব উন্নয়ন সংস্থা। বক্তব্য রাখেন ডাঃ মারুফ এজিএমনিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড, ডাঃ শামসুল আরেফিন, রিজন্যাল সেলস ম্যানেজার, প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার, বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, খামারি নূরে আলম সিদ্দিকী, মোঃ আবদুল হান্নান, মোঃ মনির হোসেন, মেসার্স নিহা ট্রেডার্সের প্রোপাইটর মোঃ টিটু, এসএম জাহের, ব্যবসায়ি মাহবুব আলম, মোঃ বাবুল মিয়া, কামাল হোসেন। এতে প্রায় শতাধিক কৃষক ও খামারি অংশগ্রহণ করেন। এসময় প্রধান আলোচক শাহলিন নিউট্রনিক খামারি ও কৃষক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা আপনাদের অভিজ্ঞ প্রাণী চিকিৎসক দ্বারা ফ্রি টেকনিকেল সার্ভিস সহ বছর জুড়ে স্বল্পমূল্যে লাভবান হওয়ার নিশ্চয়তা প্রদান করছি এবং আপনারা পরিশ্রম করে, ব্যবসা বৃদ্ধি করুন আমরা নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ আপনাদের পাশে থাকব।কৃষক সেমিনার শেষে মেসার্স নিহা ট্রেডাসের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীমন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোঃ খায়রুল ইসলাম।ক্যাপশন: বুড়িচং উপজেলা আওয়ামী লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি র?্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।