প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বাগমারা বাজার রক্ষায় কুমিল্লা টমছমব্রীজ - নোয়াখালী বেগমগঞ্জ পর্যন্ত চারলেন সড়কের বাগমারা বাজার অংশে অর্থমন্ত্রীর দেওয়া ডিও লেটার অনুসারে দ্রুত বিকল্প সড়ক চেয়ে ভূমির মালিক ও বাজার ব্যবসায়ীরা মতবিনিময় করেছেন ।
গতকাল শুক্রবার উপজেলার বাগমারা বাজারের গিরিস সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা করা হয়।
বাজার রক্ষা কমিটির আহ্বায়ক মাস্টার আবদুল বারী মজুমদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুল হক মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাসির মির্জা, উপজেলা আওয়ামী লীগ সদস্য এমদাদুল হক মজুমদার, ভূমি মালিক সুরেশ চন্দ্র সূত্রধর, হরে কৃষ্ণ বণিক, কাজী শওকত হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাছান মাহমুদ মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক কৃষ্ণ পদ নাথ ভৌমিক, বজলুর রহমান মেম্বার, ডাঃ সফিকুর রহমান মজুমদার, প্রভাষক তারেকুল ইসলাম, মাষ্টার মজিবুর রহমান প্রমুখ।
ভূমি মালিক ও বাজার ব্যবসায়ীরা বক্তব্য বলেন মাননীয় অর্থমন্ত্রীর দেওয়া ডিও লেটার অনুসারে রাস্তা নির্মাণ করলে বাজারের ভূমি মালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না, পাশাপাশি শতবর্ষী ঐতিহ্যের বাজার রক্ষা পাবে। বক্তারা বলেন একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিকল্প পহ্নায় ভূমি মালিক ও ব্যবসায়ীদের ধূলিসাৎ করে দিতে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই। বক্তরা আরও বলেন মাননীয় অর্থমন্ত্রী আমাদের অভিভাবক তিনি যে সিদ্ধান্ত নিবেন তাই আমরা মাথা পেতে নেবো। বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাসির মির্জা বলেন মাননীয় অর্থমন্ত্রী সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার ও লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেককে দায়িত্ব দিয়েছেন আপনারা তাদের সাথে সমন্বয় করে কাজ করুন।
সদস্য সচিব অধ্যাপক নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেছি। মন্ত্রী মহোদয় ভূমি মালিক ও ব্যবসায়ীদের কথা শুনে ডিও দিয়েছেন, আমরা এর বাস্তবায়ন কামনা করছি।
সুরেশ চন্দ্র সূত্রধর বলেন, সরকারের উন্নয়নের অংশ হিসেবে আমরা সড়ক নির্মানের পক্ষে আছি। স্বাধীনতার পর থেকে এই বাজারটি আজকের অবস্থানে আসতে অনেক সময় লেগেছে। আমরা চাই এ বাজার রক্ষায় আমাদের বৃহৎ ক্ষতি থেকে বাঁচাতে যেন বিকল্প হিসেবে বাইপাস সড়ক নির্মাণ করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুল হক মুন্সী বলেন, কুমিল্লার টমছম ব্রিজ হতে নোয়াখালী বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের লালমাই উপজেলাধীন অশ্বথতলা মৌজার শতবর্ষী বাগমারা বাজার রক্ষায় বিকল্প সড়ক নির্মাণ আমাদের প্রাণের দাবি। সড়ক হোক এটা আমরা চাই। বাজারের দু’পাশে বহু প্রতিষ্ঠান আছে তা রক্ষায় বিকল্প সড়ক নির্মাণ করা হোক। যদি বিকল্প পথে না করা হয় তাহলে এমনভাবে করা হোক যাতে দু’পাশের প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়।
আহবায়ক আবদুল বারী মজুমদার বলেন আমাদের যৌক্তিক দাবী মেনে বাজার রক্ষা করে বিকল্প বাইপাস সড়ক নির্মাণের জোর দাবি জানাই।