Published : Saturday, 13 November, 2021 at 12:00 AM, Update: 13.11.2021 12:37:41 AM
কুমিল্লা মুরাদনগর উপজেলার বি-চাপিতলা গ্রামবাসীর উদ্যোগে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে আলোচনা ও মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় জাহাঙ্গীর আলম সরকারের বাসভবনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব, ডক্টর আহসানুল আলম সরকার কিশোর বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান, মোঃ ইকবাল সরকার।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম সরকার আমাদের গ্রামের গর্ব। তাকে নিয়ে যদি আর কেউ কোনো কটুক্তিমূলক সমালোচনা করে তাহলে তার তীব্র প্রতিবাদ করতে বি- চাপিতলা গ্রামবাসীর সর্বস্তরের জনগণ প্রস্তুুত আছে।
আলী আজমের সভাপতি আরও উপস্থিত ছিলেন,উওরজেলা আওয়ামীলাীগের সাবেক সাংস্কৃতিক বিষয় সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, কুমিল্লা উওরজেলা শ্রমিকলীগ সভাপতি মজিবুর রহমান মজিব, উওরজেলা সাবেক ছাএলীগের সহ- সভাপতি আলামিন সরকার, মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন, বাঙ্গরা থানার সভাপতি শেখ আকরাম, সাধারণ সম্পাদক জামান চৌধুরী সহ বি- চাপিতলা ইউনিয়নের নেতাকর্মীরা