ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রিজওয়ানের বালিশ নিয়ে যা জানা গেলো
Published : Sunday, 14 November, 2021 at 7:22 PM
রিজওয়ানের বালিশ নিয়ে যা জানা গেলোভ্রমণে গেলে অনেকেই প্রিয় অনেক কিছু সঙ্গে করে নিয়ে যান। সেই তালিকাতে কুকুর, বিড়াল, পাখিসহ অনেক কিছু থাকতে পারে। তাই বলে বালিশ নিয়ে ঘুরে বেড়ানো বেশ আশ্চর্যজনকই। তার ওপর বাংলাদেশের বালিশ কাণ্ডের ঘটনায় বিষয়টি আরও সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়া!

বাংলাদেশ সফরে এই কাজটি করেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান! অবশ্য বিষয়টি তার জন্য খুব পুরনো। যেখানেই যান, সঙ্গে থাকে এই বালিশ। বিশ্বকাপ মিশন শেষে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পাকিস্তান দল পৌঁছার পর দেখা যায়, রিজওয়ান তার বালিশটি বুকে চেপে ধরে আছেন।

রিজওয়ানের এই বালিশ প্রদর্শনীর ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকের কৌতূহল, কেন তিনি সব জায়গায় বালিশ নিয়ে ঘুরছেন? এর পেছনে কী কারণ? পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, এই বালিশটি বাড়ি থেকে নিয়ে এসেছেন রিজওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এই বালিশেই ঘুমিয়েছেন। বিষয়টা স্বস্তির সঙ্গে সম্পর্কিত। তিনি অন্য কোন বালিশে ঘুমিয়ে স্বস্তিবোধ করেন না।

তাই ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফরেও এই বালিশ তার সঙ্গে ছিল। সে কারণে দুবাই থেকে বাংলাদেশে আসার সময় বালিশটি সঙ্গে করেই এসেছেন রিজওয়ান।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় কেটেছে রিজওয়ানের। ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটার বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরিতে ২৮১ রান করেছেন। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। 

এছাড়া সেমিফাইনালের আগে মারাত্মক অসুস্থ হয়েও খেলা থেকে বিরত থাকেননি। আইসিইউতে ৩৬ ঘণ্টা কাটিয়ে ৬৭ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন।