ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাই বাগমারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন
Published : Monday, 15 November, 2021 at 12:00 AM, Update: 15.11.2021 2:02:36 AM
লালমাই বাগমারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধনপ্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে ব্র্যাক ব্যাংকের নতুন একটি এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে । গতকাল রবিবার উপজেলার বাগমারা পূর্ব বাজার(রেল গেইটের পূর্ব পাশে) এ এজেন্ট শাখা উদ্বোধন করা হয়।
এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ব্র্যাক ব্যাংক দেশের নির্ভরযোগ্য ও একটি শক্তিশালী ব্যাংক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, তিনি বলেন, ব্র্যাক ব্যাংক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এজেন্ট ব্যাংক বা আউটলেটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় নতুন আউটলেটটি সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা দেয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এজেন্ট তত্বাবধায়ক দেলোয়ার হোসেনের সার্বিক ব্যবস্হাপনায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনির সঞ্চালনায় শাখাটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার সেলিম রেজা, এজেন্ট ব্যাংকিং কুমিল্লা জোনের টিম লীড সাইফুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং অফিসার সালাউদ্দিন খন্দকার, বিজরা বাজার এসএমই ইউনিট ইনচার্জ আল আমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, লালমাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, বাগমারা দক্ষিণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন , উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভূট্টো, প্রভাষক আমান উল্যাহ, রফিকুল ইসলাম মোহন, আবদুল কাদের, সোহেল রানা, সফিকুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা শেষে ফিতা কেটে উদ্বোধন এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।