ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এনআইডি ও সনদপত্র জালিয়াত চক্রের সদস্য গ্রেফতার
Published : Wednesday, 17 November, 2021 at 12:00 AM
এনআইডি কার্ড, সনদপত্রসহ বিভিন্ন ভুয়া সার্টিফিকেট তৈরি ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬।
সোমবার (১৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল ফকির (২১) রূপসা উপজেলার মৃত মোস্তফা ফকিরের ছেলে। রূপসা উপজেলা সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, স্ক্যানার, দুটি ক্যাবল, তিনটি জাল সার্টিফিকেট, মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনের কম্পিউটারের দোকানে অভিযান চালায় র‌্যাব। এ সময় দোকানের মালিক শাকিল ফকিরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিভিন্ন যন্ত্রাংশ ও জাল সার্টিফিকেট জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দিয়ে শাকিলকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।