প্রবীণ রাজনীতিক আফজল খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ নভেম্বর) আলাদা শোক বার্তায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মরহুম আফজল খানের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
কুমিল্লার গণমানুষের নেতা ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা অধ্যক্ষ আফজল খান আর নেই। মঙ্গলবার বেলা আড়াইটায় ঢাকার এএমজেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। অধ্যক্ষ আফজল খান জ্বরসহ বার্ধ্যক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন, গুণগ্রাহী এবং অসংখ্য রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় ঠাকুরপাড়া খান বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং বাদ যোহর কুমিল্লা টাউন হল মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।