ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলায় ১৩৩ টাকায় পুলিশের চাকুরী পেলেন ১১২ জন
Published : Tuesday, 16 November, 2021 at 12:00 AM, Update: 16.11.2021 1:23:38 AM
কুমিল্লা জেলায় ১৩৩ টাকায় পুলিশের চাকুরী পেলেন ১১২ জননিজস্ব প্রতিবেদক: চাকরি নয়,সেবা; স্বপ্ন হলো সত্যি- এই শ্লোগানে কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে কনস্টেবল পদে ১১২ জন উত্তীর্ণকে বরন করে নিলো কুমিল্লা জেলা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতে নিয়োগ পাওয়া ১০৬ জন পুরুষ ও ৬ জন মহিলা পুলিশ সদস্যকে বরন করে নেয়া হয়। এর মধ্যে সাধারণ কোটায় ৭৬ জন, যার মধ্যে নারী ৪ জন, মুক্তিযুদ্ধ কোটায় ৪ জন । পোষ্য কোটায় পুরুষ-১০, নারী-২ জন, আনসার কোটায় ৭ জন, এতিম-১ জন নিয়োগ পেয়েছেন।
গতকাল রবিবার দুপুরে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার) । এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ আফজাল হোসেন, রেজা সারওয়ারসহ কুমিল্লা পুলিশের কর্মকর্তাবৃন্দ।কুমিল্লা জেলায় ১৩৩ টাকায় পুলিশের চাকুরী পেলেন ১১২ জনঅনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করেন তাহলে দেশ আরো অনেক দুর এগিয়ে যাবে। পুলিশ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমার চাকুরির ১৮ বছরে এবছর পুলিশ নিয়োগে ব্যতিক্রম অনেক কিছুই দেখেছি। পুলিশ কনস্টেবল যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্যে তিনি বলেন, যেভাবে নিয়োগ হয়েছে-সেভাবেই চাকরিটা করতে হবে। ঘুষ ছাড়া যেহেতু চাকরি হয়েছে সৎ ভাবেই দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর কুমিল্লা পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষা শুরু হয় এতে আবেদন করে ৪হাজার ৩ শত চুয়াত্তর জন। শারিরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরিক্ষায় অংশ নেন ৫শত ৩৬ জন। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হন ২০৯ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ১১২ জন।