ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর লোক ছিলেন আফজল খান-- হাশেম খান এমপি
Published : Wednesday, 17 November, 2021 at 12:00 AM
কুমিল্লার বর্ষিয়ান নেতা অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে আমরা গবীরভাবে শোকাহত। তিনি কুমিল্লার ইতিহাসের অংশ, কুমিল্লার আওয়ামীলীগের ইতিহাসের অংশ। তিনি সারা জীবন কুমিল্লার আওয়ামী লীগের জন্য নিবেদিত ছিলেন। ছাত্র জীবন থেকে শুরু করে তিনি আওয়ামী লীগের জন্য নিরলসভাবে কাজ করেছেন। আফজল খান বঙ্গবন্ধুর লোক ছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যখন কুমিল্লাও  আশেপাশের যে থানাগুলোতে আওয়ামী লীগের কর্মীদের উপর যেখানেই অত্যাচারের খবর পেয়েছেন তিনি সেখানেই গেছেন। শুধু কুমিল্লা সদর নয় তিনি যেখান থেকেই খবর পেতেন সেখানেই  গেছেন। আওয়ামীলীগের দুর্দিনে তিনি সমস্ত জেলার নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন। আফজল খানের অবদান কুমিল্লা জেলা আওয়ামীলীগে অপরিসীম। ১৯৯১ সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলো তখন ছাত্র শিবির আওয়ামীলীগের লোকজনের উপর আক্রমন করেছিলো। সে দিন ঘটনার এক ঘন্টার মধ্যে আফজল খান বুড়িচংয়ে পৌঁছান। ৭৫ এর পর কুমিল্লা শহরেও আওয়ামীলীগের অগ্রভাগে আফজল খান ছিলেন। তিনি সশরীরেই মাঠে থাকতেন, নিজেই নেতৃত্ব দিতেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এই প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করে।