Published : Friday, 19 November, 2021 at 8:37 PM, Update: 19.11.2021 8:40:12 PM
দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ২৫৩ জনের মধ্যে করোনা ধরা পড়েছে। এছাড়া ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৪৬ জন। আর মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন। শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২ জন এবং ২১-৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ৬ জন এবং চট্টগ্রামে ১ জন মারা গেছেন। এছাড়া সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৮টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১২৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এখন পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।