ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্বিতীয় কুমিল্লা চারুকলা প্রদর্শনী উপলক্ষ্যে মতবিনিময় সভা
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM, Update: 19.11.2021 1:03:15 AM
দ্বিতীয় কুমিল্লা চারুকলা প্রদর্শনী উপলক্ষ্যে মতবিনিময় সভাকুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের যৌথ উদ্যোগে ‘দ্বিতীয় কুমিল্লা চারুকলা প্রদর্শনী২০২২’ আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের সভাপতি চন্দন দেবরায়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, চারুশিল্পী সুলতান শাহরীয়ার, সাবেক কালচারাল অফিসার বশীরুল আনোয়ার, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, তপন সেনগুপ্ত, মোতাহার হোসেন মাহবুব, চারুশিল্পী দেবদাস শিকদার, গোলাম মোস্তফা, শাকের আহমেদ, উম্মে হাবিবা পিংকি, নুসরাত জাহান মীম, সামিয়া কাউছার নিলীমা, সায়মা ইসলাম, মুজিবুর রহমান, এস এ নুহু খন্দকার, এস এ আউয়াল, মোঃ সামিউল আলম প্রমুখ।
প্রসঙ্গত, আগামী বছরের ২০ জানুয়ারি থেকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপি ‘দ্বিতীয় কুমিল্লা চারুকলা প্রদর্শনী ’ অনুষ্ঠিত হবে।