ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৬৭১ বোতল ফেনসিডিলসহ নারী আটক
Published : Sunday, 21 November, 2021 at 12:00 AM, Update: 21.11.2021 1:10:35 AM
কুমিল্লায় ৬৭১ বোতল ফেনসিডিলসহ নারী আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ৬৭১ বোতল ফেনসিডিলসহ মোহছেনা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২০ নভেম্বর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সাহাপুর সোনাইছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহছেনা আক্তার সাহাপুর গ্রামের মোঃ মনির হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছে, সে দীর্ঘদিন কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।