প্রদীপ মজুমদার :
৪৯ বছরের পথচলা পেরিয়ে ৫০ বছরে পা রাখছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। গত ১১ নভেম্বর সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী তারই ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলায় পালিত হলো যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশ।
উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২০ নভেম্বর শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমাই উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়াল প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান শাহীন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবদুল হামিদ বিএ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার,লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ- সভাপতি রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, আবদুল মালেক, আমির হোসেন দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, সহ দপ্তর সম্পাদক রতন দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক প্রমুখ।
লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা এড.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম মুন্সি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহাজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টু,যুবলীগ নেতা কাওসার মোরশেদ, যুবলীগ নেতা সঞ্জয় শর্মা, যুবলীগ নেতা শামসুল রহমান শিমুল,যুবলীগ নেতা রফিকুল ইসলাম মোহন,যুবলীগ নেতা আমান উল্লা আমান,যুবলীগ নেতা লোকমান হোসেন, যুবলীগ নেতা নাছির মির্জা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।
বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি ,মানুষের কল্যাণে সবাইকে নিয়োজিত রাখার জন্য পিছিয়ে পড়া মানুষদের কাজে লাগানোর কথা বলেন। তাছাড়া তিনি বলেন,আমি আজও দুর্নীতি মুক্ত আছি। আপনারা ও দুর্নীতি মুক্ত থাকুন। টাকা খেয়ে কারো বিচার করবেন না,ন্যায় বিচার করবেন। তিনি আরও বলেন ১৯৭২ সালের এই দিনে দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। স্বাধীনতার পর যুবলীগ জিয়া-এরশাদ-খালেদার স্বৈরাচারী শাসনামলেও অকুতোভয়ে সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন এই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ও রক্ষায় সংগঠনটির অবদান অনস্বীকার্য।