ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাক প্রতিবন্ধী নববধু দেখতে এসে অশ্লীল মন্তব্য
প্রতিবাদ করায় বরসহ পাঁচজনকে পিটিয়ে আহত
Published : Sunday, 21 November, 2021 at 12:00 AM, Update: 21.11.2021 1:11:06 AM
প্রতিবাদ করায় বরসহ পাঁচজনকে পিটিয়ে আহতশাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে বাক প্রতিবন্ধী এক নববধূকে দেখতে এসে অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় বরসহ একই পরিবার পাঁচজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহতরা হলো, জামাল হোসেন, মোসা. সাজু,  আল আমিন, বর মো. খায়ের এবং মালেকা খাতুন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেছেন।
 শুক্রবার সন্ধ্যায় এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আশেক মিয়া নামে এক ব্যক্তি দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলো, কুড়াখাল মাইল্লা বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে মো. রুবেল রেনু মিয়ার পুত্র সাব্বির, মোহাম্মদ, মানিক, সাইফুল এবং মবিন মিয়ার ছেলে সুজন।
লিখিত অভিযোগে আশেক মিয়া নামে উল্লেখ করেন, গত শুক্রবার সুন্দরী এক বাক প্রতিবন্ধী মেয়ের সাথে আমার ছেলে মো. খায়েরের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে গ্রামের বিভিন্ন মানুষ নতুন বউ দেখতে আসেন। এরই প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের রুবেল, সাব্বির, মোহাম্মদ, মানিক, সাইফুল, সুজন দেখতে এসে বাক প্রতিবন্ধী নববধুকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গী ও মন্তব্য করে। এতে বর  মো. খায়ের বাধা দিলে  নববধুর সামনে এলোপাতারি পিটিয়ে আহত করে। এসময় জামাল হোসেন, মোসা. সাজু,  আল আমিন,  এবং মালেকা খাতুন খায়েরকে বাঁচাতে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে।
 আহত বর মো.খায়ের জানান, আমার স্ত্রী বাক-প্রতিবন্ধী। তাকে দেখতে এসে তারা বিভিন্ন অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকে। আমি বারবার প্রতিবাদ ও বাধা দিলেও তারা শোনেনি। একের পর এক অশ্লীল কথাবার্তা বলতেই থাকে। আমি উত্তেজিত হয়ে বাধা দিলে তারা আমাকে এবং আমার মা, ভাই, বোন, খালাসহ বেড়াতে আসা আত্মীয় স্বজনদের এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করে এবং আমার ঘরবাড়ি ভাঙচুর চালায়। আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি কতরছি। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
দেবিদ্বার থানার উপ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের মধ্যে আহতের ঘটনা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।