ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
Published : Sunday, 21 November, 2021 at 12:00 AM, Update: 21.11.2021 1:11:15 AM
দাউদকান্দিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানাআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৪ চেয়ারম্যান এবং এক মেম্বার প্রার্থীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। শনিবার দাউদকান্দির বিভিন্ন এলাকা ঘুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা প্রার্থীদের এই অর্থদন্ড করেন।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে গৌরীপুর ইউনিয়নে নৌকা চেয়ারম্যান প্রার্থী মো: নোমান মিয়া সরকার রাস্তা উদ্বোধন করায় ১০ হাজার টাকা, জিংলাতলী ইউনিয়নে নৌকা চেয়ারম্যান প্রার্থী মো: ওমর ফারুক মিয়াজী ও আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হাজী ওমর আলী পোস্টারের সঠিক ব্যবহার না করায় ৩ হাজার করে ৬ হাজার এবং পদুয়া ইউনিয়নে চশমা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী সোলেমান মোল্লা ক্যাম্পে আলোকসজ্জা করার কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে গোয়ালমারী ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী মাহাবুবকে (মোরগ) ক্যাম্পে খাদ্য পরিবেশন এবং বড় প্যান্ডেল করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ৫ প্রার্থী থেকে মোট ২৯ হাজার টাকা অর্থদন্ড করেন মোবাইল কোর্ট।