ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে জিম্বাবুয়েতে গেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার বাছাইপর্বে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
বাংলাদেশের মেয়েদের স্বস্তির জায়গা হলো বাছাইপর্ব শুরুর আগে দারুণ ছন্দে আছেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছে। তিন ম্যাচেই স্বাগতিকদের নাস্তানাবুদ করেছে নিগার সুলতানার দল। এমনকি শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩০ রানের বিশাল ব্যবধানেও হারিয়েছে বাংলাদেশ।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানেও খানিকটা এগিয়ে বাংলাদেশ। সবশেষ তিন ম্যাচে রুমানার আহমেদের নেতৃত্বে পাকিস্তানের মেয়েদের দু’বার হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। পাকিস্তানের বিপক্ষে আগের জয় নিশ্চিত ভাবে আত্মবিশ্বাস জোগাবে
বাছাইপর্বে দুটি গ্রুপে পাঁচটি করে মোট দশ দল অংশ নিচ্ছে। তিনটি করে মোট ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল উঠবে মূলপর্বে।
আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। অংশ নেবে আট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা সরাসরি খেলবে।