ফেনীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা মামলায় স্বামী মো. ইয়াছিনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ইয়াছিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পিপি হাফেজ আহাম্মদ।
দণ্ডিত ইয়াছিন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের আহসান উল্লাহর ছেলে। নিহত শিরিন আক্তার একই গ্রামের মোস্তফার মেয়ে। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের ২৬ নভেম্বর শিরিনের সঙ্গে ইয়াছিনের বিয়ে হয়। বিয়ের পর তাদের কলহ লেগেই থাকতো। এরই জেরে ২০১৯ সালের ৫ মার্চ শিরিনকে বৈদ্যুতিক শক লাগিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৭ মার্চ তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের মা রেজিয়া বেগম।
এরপর প্রধান আসামি ইয়াছিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চলতি বছরের ১৮ জানুয়ারি ইয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু তাহের। পরে ১০ নভেম্বর মামলার চার্জ গঠন করা হয়। এ মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।