ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবাহনীতে আসছেন বিশ্বকাপে খেলা কলিনদ্রেস
Published : Sunday, 21 November, 2021 at 6:49 PM
আবাহনীতে আসছেন বিশ্বকাপে খেলা কলিনদ্রেসএবারের ঘরোয়া ফুটবল চমক দেখাতে যাচ্ছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসকে দেখা যাবে আকাশী নীল জার্সিতে। ক্লাব সূত্রেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কলিনদ্রেস এক মৌসুম আগে বসুন্ধরা কিংসেও খেলেছেন। তাই ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ তিনি। ২৯ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি। সবশেষ নিজ দেশে দিপোর্তিভো সাপরিসার হয়ে ৩৭ ম্যাচে ৯ গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে ৩৬ বছর বয়সীর।

আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কলিনদ্রেস এবার আবাহনীতে খেলবে। ৯৯ ভাগ নিশ্চিত। ভিসার কাজ চলছে। স্বাধীনতা কাপের আগেই দলের সঙ্গে যোগ দেবে।’

এবার শুধু বিশ্বকাপ তারকাই নন। ইরানের সুপার লিগে খেলা ডিফেন্ডার, ব্রাজিলের স্ট্রাইকার ও মিডফিল্ডারকেও দেখা যাবে আবাহনীতে।

মূলত স্থানীয় ও উঁচুমানের বিদেশিদের নিয়ে ঘরোয়া ফুটবলে সাফল্য পেতে মুখিয়ে দেশের অন্যতম জনপ্রিয় এই ক্লাব। যে দলটির কোচ হিসেবে থাকছেন পর্তুগিজ মারিও লেমস।