Published : Monday, 22 November, 2021 at 12:00 AM, Update: 22.11.2021 12:45:32 AM
শফিকুলইসলামপলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রার্থীদের ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার
২০ নভেম্বর বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি
নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. মিজানুর রহমান ।
এসময়
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জয়পুর ইউনিয়নের আনারস প্রতীকের
চেয়ারম্যান প্রার্থী আবদু সাত্তারকে ৬ হাজার টাকা, ভাষানিয়া ইউনিয়নের ৪ নং
ওয়ার্ড মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মো. আমির হোসেনকে ১ হাজার টাকা,
ভাষানিয়া ইউনিয়নের নৌকা প্রার্থী আবদুল আওয়াল ভান্ডারীকে ৮ হাজার টাকা,
ভাষানিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সাদেক সরকারকে ৫
হাজার টাকা ও ঘাড়মোড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ
প্রার্থী মাজেদা বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. মিজানুর রহমান বলেন, আচরণবিধি
লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৮
নভেম্বর নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।