রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল
ঘোষনা হয়নি এখনও। পঞ্চমধাপে অনুষ্ঠিত হতে পারে এ উপজেলার ১৩টি ইউনিয়নের
মধ্যে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে
প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাপ, লবিং-তদবীর।
আজ সোমবার (২২ নভেম্বর)
নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে
আজ ঘোষনা হতে পারে পঞ্চম ধাপের তফসিল। অনুষ্ঠিত ওই তফসিলে ঘোষনা আসতে পারে
চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সরেজমিনে চান্দিনার
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতা
করছেন দুই গ্রুপের অন্তত শতাধিক প্রার্থী। একটি ইউনিয়নে সর্বোচ্চ ১৫জন সহ
সর্বনিম্ন ৪জন দলীয় মনোনয়ন প্রত্যাশী। উপজেলার সর্বচেয়ে ছোট ইউনিয়ন
এতবারপুরেও অন্তত ৭জন প্রার্থী রয়েছেন।
প্রার্থীদের মধ্যেও রয়েছে
আওয়ামী লীগের দুই গ্রুপ। একটি বর্তমান সংসদ সদস্যের অনুসারী অপরটি সদ্য
প্রয়াত সাবেক সংসদ সদস্যের একমাত্র তনয় মুনতাকিম আশরাফ টিটু অনুসারী। এদের
মধ্যে বর্তমান সাংসদের গ্রুপেই সর্বোচ্চ প্রার্থী দলীয় প্রতীক নৌকা
প্রত্যাশী। তবে সদ্য প্রয়াত সাংস্য অধ্যাপক মো. আলী আশরাফ এর একমাত্র তনয়
মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত গ্রুপে তেমন প্রতিযোগিতা না থাকলেও বর্তমান
চেয়ারম্যানরাই বেশি প্রাধান্য পাচ্ছেন।
অপরদিকে সম্ভাব্য প্রার্থীরা
গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রাসহ নানা কর্মকান্ডে নিজের প্রার্থীতা জানান
দিয়ে চলছেন। উভয় গ্রুপের সম্ভাব্য প্রার্থীরা তাদের স্ব-স্ব নেতার হাত ধরে
দলীয় মনোনয়ন বাগিয়ে আনার চেষ্টায় তৎপর। আর নেতারাও একাধিকবার বৈঠক করে
প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী মনোনীত করার চেষ্টায় অব্যাহত রয়েছেন।
খোঁজ
নিয়ে জানা যায়, চান্দিনা উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়নে বর্তমান সংসদ
সদস্যের গ্রুপে ১৩জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- সাবেক চেয়ারম্যান হারুনুর
রশিদ, আওয়ামীলীগ নেতা জুনায়েদ বাবু, ইমরান মুন্স, রফিজ উদ্দিনসহ ১৩জন, একই
ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত প্রার্থী
রয়েছেন দুই জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ঈমাম হোসেন সরকার ও মোহাম্মদ
আলী।
উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়নে দলীয় প্রতীক পাওয়ার প্রতিযোগিতায়
রয়েছেন ১৫জন। তাদের মধ্যে বর্তমান সাংসদের গ্রুপে রয়েছেন ১৪জন। তারা হলেন
সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মাস্টারের ছেলে কামরুজ্জামান ভূইয়া মানিক,
আওয়ামী লীগ নেতা তজিম উদ্দিন, রতন, হেলাল সরকার, আলমগীরসহ আরও অনেকে। অপর
গ্রুপে একক প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম।
৩নং
মাধাইয়া ইউনিয়নে উভয় গ্রুপে রয়েছেন দুইজন করে প্রার্থী। তারা হলেন- সাংসদ
গ্রুপে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এবং জেলা আওয়ামী
লীগ সদস্য মুজিবুর রহমান। সভাপতি গ্রুপে রয়েছেন- বর্তমান চেয়ারম্যান অহিদ
উল্লাহ ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ মুহুরী।
উপজেলার
সবচেয়ে ছোট ৭নং এতবারপুর ইউনিয়নেও রয়েছে ৭ প্রার্থী। এমপি গ্রুপের পাঁচ
প্রার্থী হলেন- হাজী আবুল কাশেম, নিমাই মজুমদার, আওয়ামীলীগ নেতা ইউসুফ,
সহিদ সিকদার, হারুন ভূইয়া ও রফিকুল ইসলাম। অপর গ্রুপে রয়েছেন বর্তমান
চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ সরকার।
১০নং গল্লাই ইউনিয়ন ইউনিয়নে
বর্তমান সংসদ সদস্যের অনুসারি রয়েছেন তিন প্রার্থী। তারা হলেন- সাবেক
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সাদেক
হোসেন ও আতাউর রহমান গণি। সভাপতি গ্রুপে রয়েছেন বর্তমান চেয়ারম্যান জসিম
উদ্দিন, নজির আহমেদ, আবুল খায়ের। তবে কে পাচ্ছেন দলীয় প্রতীক তার জন্য
অপেক্ষা করতে হবে আরও আরও বেশ কয়দিন।
চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার
আহসান হাবিব জানান, তফসিল ঘোষনার সকল প্রস্তুতি সম্পন্ন। যে কোন সময় ঘোষনা
আসতে পারে এ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল। তবে একমাত্র
মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়া বাকি সবগুলোতেই একযোগে অনুষ্ঠিত হবে
ইউনিয়ন পরিষদ নির্বাচন।